মেয়র পদে প্রার্থী থাকছেন বদরুজ্জামান সেলিম (ভিডিও)

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে শেষ পর্যন্ত নির্বাচনে চুড়ান্ত লড়াইয়ে থাকছেন দলটির বিদ্রোহী প্রার্থী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
রোববার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এ ঘোষণা দেন।
দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ফোরামে তাকে সিদ্ধান্ত পরিবর্তন করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছিলেন গত কয়েকদিন ধরে। এতে অনেকেই আশাবাদী হলেও সেলিম এই বার প্রকাশ্য ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তার অভিপ্রায়।
সংবাদ সম্মেলনে সেলিম আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের বর্তমান নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে। আরিফুল হক চৌধুরীর মনোনয়নপত্র তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাহার করে আমাকেই তারা সমর্থন দিবেন। দল যদি সমর্থন নাও দেয়, তবুও আমি নগরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো। নাগরিক কমিটির প্রার্থী হিসাবে মেয়র পদে প্রতিদ্বন্দীতা চালিয়ে যাবো।