হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের পরিচিতি সভা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২ | আপডেট: ১১:৪৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

 

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত দশ ঘটিকায় বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সভা।
নবনির্বাচিত সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সায়েদ মিয়া।

নবীন-প্রবীণের সমন্বয়ে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা ও কমিউনিটি নেতা সুহেল আহমেদ সামসু।
এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুন্তাকিম মুজাক্কির, সিনিয়র সহ সভাপতি আলি হোসেন চৌধুরী, আব্দুল হামিদ, সাজ্জাদুল হক, রুবেল রানা, ইদ্রিস মিয়া,হামিদুর রাহমান, খিজির আহমেদ, জিলা মিয়া প্রমুখ।

পূর্ণাঙ্গ কমিটির নের্তৃবৃন্দ হচ্ছেন, সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, সাংগঠনিক সম্পাদক হোসাইন ইকবাল, সিনিয়র সহ সভাপতি আলি হোসেন চৌধুরী, সহ সভাপতি ইমরান আহমেদ, সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ সভাপতি মিজান চৌধুরী স্বপন, সহ সভাপতি শিপন মিয়া, সহ সভাপতি আব্দুল হামিদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাইফুল আমিন, সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ মালেক,সহ সাধারণ সম্পাদক শাহ্‌ সহিদুল ইসলাম (দুলদুল), সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া, কোষাদক্ষ ইদ্রিস মিয়া সহ কোষাদক্ষ সাদেল লস্কর, প্রচার সম্পাদক শফিকুন নুর শাহিন, কাজী মিজান, স্বপন আহমেদ, ধর্ম সম্পাদক আনাস আহমেদ চৌধুরী, সহধর্ম সম্পাদক ফায়েল চৌধুরী, ক্রীড়া সম্পাদক মাহাসিন মিয়া (লুতফুর),সহক্রীড়া সম্পাদক সাহিদুর রাহমান, সহক্রীড়া সম্পাদক সাব্বির মিয়া, সংস্কৃতিক সম্পাদক জিলা মিয়া, সহ সংস্কৃতিক সম্পাদক আলাল মিয়া, সমাজ সেবা সম্পাদক মো খালেদ, সহ সমাজ সেবা সম্পাদক রাজু মিয়া, আন্তর্জাতিক সম্পাদক হামিদুর রহমান।

নব নির্বাচিত সভাপতি আব্বাস উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সংগঠনের দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজ মিয়া অনুষ্ঠান সফল করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের সম্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ধর্ম সম্পাদক আনাস আহমেদ চৌধুরী।