প্রবাসবন্ধু ফকরুল আকম এর মায়ের ইন্তেকালে ইউরো-বাংলার শোক প্রকাশ

প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, |                          

ফ্রান্স প্রতিনিধিঃ প্রবাসবন্ধু ফখরুল আকম সেলিম এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইউরো-বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী (গ্রীস) সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ (সুইডেন) জুবায়ের আহমদ শিশু (ইতালি) জাবের আহমদ(ফ্রান্স) আরিফুল ইসলাম (বেলজিয়াম) সিদ্দিকুর রহমান(স্পেন)
ইউরো-বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন ফকরুল আকম সেলিম ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু তার মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নেতৃবৃন্দ বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।