Sylhetnewsworld.com | ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না’

শুক্রবার, ২৯ জুন ২০১৮ ০৩:০৬ ঘণ্টা

‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না’

‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না’

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার সম্প্রতি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানেই এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রবীশ কুমার।

সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির একটি প্রতিনিধি দল ভারত সফর করে। সে প্রসঙ্গেই এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এসব মন্তব্য করেন।

রবীশ বলেন, পৃথিবীর যে কোনো দেশের নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবেই সেই দেশের ওপর নির্ভর করে। আমার মনে হয় না ভারত কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে। বিশেষত তা যদি প্রতিবেশী দেশ হয়।

Recent