ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন
সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন।
আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছেন আবদুল গনির সহকারী একান্ত সচিব নুরুল হক আকাশ।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাড্ডা থানা অাওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি।