করোনায় নরসিংদী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২১ | আপডেট: ৮:০৫:পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ সফর আলী ভূঁইয়া মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৯ মার্চ করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

সফর আলী ভূঁইয়ার মেয়ের জামাই আলী হোসেন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।

আলী হোসেন শিশির জানান, গত বুধবার রাতে সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়ার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

১৩ মার্চ তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টেই সোমবার মৃত্যু হয় তার।

মঙ্গলবার বেলা ১১টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।