অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রতি সাবেক ছাত্রদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, |                          

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সুরুজ্জামান জামানকে তাৎক্ষণিক সম্মাননা জানিয়েছেন প্রিয়জন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় সিলেট নগরীর অভিজাত রেস্টুরেন্ট এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সুরুজ্জামান জামানকে সেই সম্মাননা জানানো হয়।

প্রিয়জন ফাউন্ডেশন’র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন সাজুল এর সভাপতিত্বে ভিডিও কলে যুক্ত হয়ে প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি খায়রুল ইসলাম বলেন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাঁদের বলি আমরা প্রিয় শিক্ষক। আর আমাদের প্রিয় শিক্ষক ছিলেন সুরুজ্জামান জামান স্যার।

অনুষ্ঠানে প্রিয়জন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এনামুল হক লিলু বলেন, এ সম্মান সুরুজ্জামান জামান স্যারের প্রাপ্য ছিল। টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়, বড় ভবন বানানো যায়; কিন্তু ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা অর্জন করতে হয়। সুরুজ্জামান জামান স্যারের মতো গুণী শিক্ষকেরা তাদের মহৎ কর্ম দিয়েই অসংখ্য শিক্ষার্থীর ভালোবাসায় সিক্ত হয়ে হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। ভালো কাজ করলেই কেবল মানুষের ভালোবাসা অর্জন করা যায়। মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে আনন্দেরও কিছু নেই।

প্রিয়জন ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক তফাজ্জুল হক,এবং কোষাধ্যক্ষ কবির উদ্দিন সার্বক্ষণিক যোগাযোগ রেখে অনুষ্ঠান তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রিয়জন ফাউন্ডেশন এর সহ সভাপতি সফিক মিয়া,মোসাদ্দেক সাজুল, মোশাররফ খান, অলিউডর রহমান বেলাল,শ্রীকান্ত বৈদ্য, কোষাধ্যক্ষ তালিমুল ইসলাম, আব্দুল জব্বার শাহী, সাদিক আহমেদ, কুহিনূর রহমান, আনোয়ার হুসেন সাজু,মনরুল হক,প্রভাষক মৌলানা তরিকুল ইসলাম, সাইনুল হক, মাসুদ আহমেদ, জালাল উদ্দীন,শুভাস আহমেদ, আজমল খান,শায়খুল ইসলাম তামিম,প্রমুখ।