বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পাবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, |                          

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের
বাংলা ভাষা একদিন জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশী কূটনৈতিকদের নিয়ে মহান ভাষা দিবসের আলোচনায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহান ভাষা দিবসের আলোচনায় সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধু মাত্র খরচের বিষয়ে সমাধানে না পৌঁছানোর জন্যেই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব আটকে আছে। তবে দেশে উন্নত হলে সেই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে পৃথিবী থেকে অনেক মাতৃভাষাই হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদের কথা জানিয়ে রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।