মোমেন ও জন কেরির ফোনালাপ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, |                          

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে প্রায় আধঘন্টাব্যাপী আলোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যার ওই আলোচনায় তারা জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়েও কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছে, জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী মোমেন জন কেরিকে ঢাকা সফরের সাদর আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরপরই জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন। হোয়াইট হাউসে প্রথম কর্মদিবসে বাইডেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেয়া সংক্রান্ত ফাইলও অনুমোদন করেন।