শাহজালালের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

হযরত শাহজালাল (র.) মাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মাজারে পৌঁছান। সেখানে মহিলা এবাদত খানায় তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সার্কিট হাউজ থেকে বের হন। তাঁর সাথে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন। দরগাহ এলাকায় খালেদা জিয়াকে স্বাগত জানাতে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শাহজালাল মাজার জিয়ারত শেষে খালেদা জিয়া হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতও করবেন।
এর আগে সোমবার বিকাল সোয়া ৪টায় সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান খালেদা জিয়া। সার্কিট হাউসের মূল ফটকসহ আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেত্রীর গাড়িকে ঘিরে এসময় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে।
মাজার জিয়ারত শেষে আবার সার্কিট হাউজে ফিরবেন এবং সবশেষ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।