ব্যারিস্টার তাপস দেলুকে দিয়ে নোংরামি করাচ্ছে: সাঈদ খোকন

প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, |                          

ফুলবাড়িয়া সুপার মার্কেটের (ব্লক-২) বৈধতার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন মার্কেট সমিতির কথিত নেতা দেলোয়ার হোসেন দেলু। তবে এ জন্য সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দায়ী করেছেন বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে।

মামলাটি প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, সবাই বলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন দেলুকে দিয়ে এসব নোংরামি করাচ্ছেন। এতে তার ও দলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফুলবাড়িয়া সুপার মার্কেটের বৈধতার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।

তাতে তিনি অভিযোগ করেন, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে (ব্লক-২) দোকানের বৈধতার কথা বলে সাবেক মেয়র সাঈদ খোকন টাকা নিয়েছেন। মামলায় তিনি আরও ৭ জনের নাম উল্লেখ করেন।