দুবাইয়ে বিনামূল্যে ফাইজারের টিকা প্রদান

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, |                          

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে বিনামূল্যে জনসাধারণকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রদান শুরু করেছে দুবাই সরকার। টিকা প্রদানের এ খবর জানিয়েছে আমিরাতের দুর্যোগ ও সংকট মোকাবেলার সর্বোচ্চ বিভাগ।

দুবাইয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার থেকে করোনা মহমারী প্রতিরোধে টিকা প্রদান শুরু হয়েছে। ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা জনসাধারণের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।

যুক্তরাষ্ট্র ও জার্মানভিত্তিক ফাইজার-বায়োএনটেকে কোম্পানি যৌথ উদ্যোগে করোনা টিকা প্রস্তুত করে।
ইতোমধ্যে তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশসহ ৪৫টির বেশি দেশে অনুমোদন পেয়েছে। করোনা প্রতিরোধে এ টিকা শতকরা ৯৫ ভাগ কার্যকর বলে পরিসংখ্যানে জানা যায়।