সিলেটে ৩দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৩২,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৮ | সংবাদটি ১৫৯ বার পঠিত

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’-এই স্লোগানে সারাদেশের ন্যায় আগামী বৃহস্পতিবার থেকে সিলেটেও শুরু হচ্ছে উন্নয়ন মেলা।
এদিন সকাল ১০টায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা ও উপজেলার উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার দ্বার উন্মোচন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ রাহাত আনোয়ার, জেলা প্রশাসক, সিলেট।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হবে। তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দফতরের স্টল থাকবে। এছাড়া প্রতিদিন আলোচনা সভাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টও থাকবে। শনিবার উন্নয়ন মেলা শেষ হবে।