Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, |                          

মোস্তফা জামাল ইমন, যুক্তরাষ্ট্র থেকে:

করোনা ভ্যাকসিন এখন বাস্তব

যুক্তরাষ্ট্র এফডিএ কর্তৃক অনুমোদিত (জরুরি ব্যবহার) ফাইজার ভ্যাকসিন এর প্রথম শটটি আজকে কিছুক্ষন আগে নিউ ইয়র্ক এর লং আইল্যান্ড জুয়িশ হাসপাতাল এরা রেজিস্টার্ড নার্স সান্ড্রা লিন্ডসে ঠিক সকাল ৯:২৩ এ গ্রহণ করেন আর সমস্ত কার্যক্রম সকল নিউস মিডিয়া তে সরাসরি দেখানো হয় যা নিউ ইয়র্ক এর গভর্নর অ্যান্ড্রু কোমো সার্বিক তথ্যাপ্রধান করেন | নার্স সান্দ্রা লিন্ডসে ভ্যাকসিন গ্রহণ করার সময় অনেক উৎফুল্ল আর স্বতঃস্ফূর্ত ছিলেন, আর ভ্যাকসিন এর প্রথম শটটি নেওয়ার পরে বলেন কোনো কষ্ট বা অন্য কোনো পার্শপ্রতিক্রিয়া হয় নাই আর পরবর্তী শটটি নেওয়ার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করতেসেন আর সহপাঠী সবাইকে আশ্বস্ত করলেন ভ্যাকসিনটি নেওয়ার জন্য |

ভ্যাকসিনটি নিউ ইয়র্ক ছাড়া ওয়াশিংটন ডিসি, আইওয়া আর মিশিগান স্টেটে আজকে থেকে দেওয়া শুরু হইবে | আশা করা যায় অচিরেই ৬ মাসের মধ্যেই এর সুফল সবাই পাবে যা অনেক মেডিকেল এক্সপার্ট আর সিডিসি ডিরেক্টর সহ অনেকেই আত্মবিস্বাস প্ৰকাশ করছেন |

ভ্যাকসিনটি প্রথম ধাপে মেডিকেল আর প্রথম সারির সেবাদানকারীদের দেওয়া হবে কিন্তু এই নিয়মটি স্টেট ভেদে ভিন্ন হতে পারে যা স্টেট গভর্নর নির্ধারন করবেন কে উনার স্টেটের প্রথম সারির সেবাদানকারী বা বয়োষ্ক জনগণ নিবেন | এর সাথে সবাইকে ধর্য্য ধরতে আর স্টেট ততা সিডিসি প্ৰদত্ত নিয়মাবলী মেনে চলতে অনুরুদ করা হইসে |

মোস্তফা ইমন ,যুগ্ন সম্পাদক, ইউরো বাংলা প্রেসক্লাব ,
নিউ ইয়র্ক