খ্রিস্টান তরুণীর চরিত্রে সুজানা

মডেলিং জগতের প্রিয় মুখ সুজানা জাফর। অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। তবে এখন কাজের পরিমাণ বেশ কমিয়ে দিয়েছেন। তবে ভালো চরিত্রের ব্যাপারে রয়েছে তার দুর্বলতা।
তাইতো এবার খ্রিস্টান তরুণীর চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন সুজানা জাফর। ‘কানামাছি’ শীর্ষক একটি খণ্ড নাটকে তাকে এই চরিত্রে দেখা যাবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা ও মৌসুমী হামিদ। তারা যথাক্রমে হিন্দু ও মুসলিম ধর্মের তরুণীর চরিত্রে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা বি ইউ শুভ। তিন বান্ধবীর গল্প নিয়ে ‘কানামাছি’ নাটকটি নির্মিত হয়েছে।
সুজানা বলেন, নাটকের গল্পটি সত্যি অন্যরকম। একই নাটকে তিন ধর্মের তিন বান্ধবীর সম্পর্কের রূপদান দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আমি মনে করি।
‘কানামাছি’ নাটকটি এ মাসের শেষের দিকে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে। এদিকে সুজানা একই নির্মতার ‘লাইফ ইন এ মেট্রো’ শিরোনামের একটি ধারাবাহিকেও অভিনয় করছেন। এটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়।