কাতারের আমিরের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিনের পরিচয় পত্র প্রদান

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, |                          

 

  1. কাতারের আমিরের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিনের পরিচয় পত্র প্রদান

কাতারে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন ২৭ সেপ্টেম্বর সকালে রাজধানী দোহায় আমিরী দেওয়ানে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয় পত্র প্রদান করেন। এ সময় সামরিক বাহিনীর বাদক দল বাংলাদেশ এবং কাতারের জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন। পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত কাতারের আমিরের সাথে বৈঠকে মিলিত হন।

  • বৈঠকে অন্যান্যের মধ্যে আমিরি দেওয়ানের উর্দ্ধতন কর্মকর্তা, কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক, পররাষ্ট্র মন্ত্রীর দপ্তরের কর্মকর্তা এবং দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।