রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, |                          

কয়েক দশক ধরে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব। সম্প্রতি সৌদি সফরের পর বুধবার এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর-আনাদোলু এজেন্সির।

সম্প্রতি সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আল-যুবায়েরের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌদি আরব এ কথা বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে। দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা হয়নি।

সৌদি আরবে বসবাসরত কিছু রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট সরবরাহ করার সৌদি আহ্বানের জবাবে বাংলাদেশ কী করবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাদের বৈধ কাগজপত্র রয়েছে বাংলাদেশ তাদের পাসপোর্ট সরবরাহ অথবা নবায়ন করবে।

প্রায় ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করছেন। অনেকের হারিয়ে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট থাকার অভিযোগ রয়েছে।

খবরে বলা হয়, কয়েক দশক ধরে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে সৌদি আরব সফর করেছেন।